অনলাইন ভর্তি
![]() |
অনলাইন ভর্তি |
উম্মুল মাদারিস আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী’র শিক্ষাবর্ষ ১৪৪১-৪২ হি. মোতাবেক ২০২০-২১ ইং সনের নতুন/পুরাতন সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭/১০/১৪৪১ হি. মোতাবেক ৩১/০৫/২০২০ ইং রোজ রবিবার হতে অত্র জামিয়ার সকল বিভাগের অনলাইন ও অফলাইন ভর্তি কার্যক্রম আরম্ভ হবে ইনশাআল্লাহ্। যে সকল ছাত্ররা মাদ্রাসায় উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে অপারগ তাদের জন্য অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ রয়েছে।
নোটঃপুরাতন এবং মুলহাক মাদ্রাসার ছাত্ররা নির্ধারিত ভর্তি ফি প্রদান করে অনলাইন এবং অফলাইনে ভর্তির কার্যক্রম সম্পন্ন করবে। নতুন ছাত্ররা ১২০ টাকা ভর্তির আবেদন ফি প্রদান করে অনলাইন ফরম পূরণ করবে। ভর্তি পরিক্ষার তারিখ ও সময় পরবর্তীতে ঘোষণা করা হবে।
নির্ধারিত ফিঃ প্রেরণ করার পর আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফরমের লিংকে প্রবেশ করে নিয়ম-কানুন শর্তাবলী যথাযথভাবে পড়ে তবেই আবেদন করতে হবে।
যোগাযোগ: 01819-323603 WhatsApp (তা'লীমাত) সকাল ০৮.০০ টা থেকে ১২.০০ টা এবং আছরের পর থেকে এ’শা।

No comments